মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৫৮

অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ

আজ রোববার  অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলেরা । উপজেলার দৌলতদিয়া মাছের হাটের সামনে মানববন্ধন করা হয়। এতে তিন শতাধিক জেলে ও মাছ ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতদিয়া মাছের হাটটি ৩০ বছরের পুরোনো। স্থানীয় জেলেরা পদ্মা নদী থেকে সারা রাত মাছ ধরে এই হাটে বিক্রি করেন। দীর্ঘ কয়েক বছর জেলেরা ১০ টাকায় ১ টাকা করে খাজনা দিয়ে আসছেন।

কিন্তু হঠাৎ করে বর্তমান ইজারাদার ফরিদ দেওয়ান ১০০ টাকায় ৫ টাকা করে খাজনা ধার্য করেন। যেটা দেওয়া জেলেদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। তাই আগের খাজনা বহাল রাখতে জেলা প্রশাসকের কাছে দাবি জানান তাঁরা।

শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-খুলনা মহাসড়ক, দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, বাজার ও রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আড়তদার আনোয়ার খা, রেজাউল করিম, গোয়ালন্দ জেলে সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অছেল ব্যাপারী প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp