
স্পোর্টস ডেস্ক
শর্ত সাপেক্ষে বিশ্বকাপ খেলতে চান তামিম ইকবাল। তিনি পুরো ফিট নন। আবার আনফিট খেলোয়াড়কে দলে রাখার পক্ষে নন সাকিব আল হাসান। প্রয়োজনে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেবেন, তবু আনফিট বা হাফ ফিট কাউকে নিয়ে বিশ্বকাপে যাবেন না।
দেশের প্রথম সারির এক জাতীয় দৈনিকের খবরে এমনটা বলা হয়েছে। ছুটি কাটিয়ে ফিরেছেন চন্ডীকা হাথুরুসিংহে। ফিরেই মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করতে যান। সেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আগেই নেতৃত্ব ছাড়া ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব আল হাসান।
নাম প্রকাশের অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বলেছেন, বিশ্বকাপে সাকিব অধিনায়ক থাকতে চান না। কারণ তিনি হাফপীঠ কোন খেলোয়াড় নিয়ে বিশ্বকাপে যেতে চান না।
এদিকে চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবার দলে ফিরেছেন তামিম ইকবাল। এক ম্যাচ খেলেই গেলেন বিশ্রামে।
অবশ্য বিসিবি থেকে বিশ্রামের কথা বলা হলেও, কিছুটা চোট আছে এই ওপেনারের। এই কারণেই শেষ ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল।
তামিম এখনো পুরোপুরি ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনা নিতে বলেছেন তিনি। এমন সিদ্ধান্তের সাকিব আল হাসান। তার নেতৃত্ব ছাড়তে চাওয়ার বড় কারণ ও এটি।
এমন অবস্থায় আজ (২৬সেপ্টেম্বর ) টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা রয়েছে। ঠিক তার আগে বিসিবি তে দেখা গেল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
হয়তো দ্বন্দ্ব মেটাতেই বিসিবিতে টাইগারদের সাবেক এই অধিনায়ক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। নির্বাচক রাও সঙ্গে রয়েছেন।
সব নাটকীয়তার অবসান হবে কিছুক্ষণ পরেই। আজ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর আগামী কাল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম
টাইগার্স