
অবাস্তব সব অর্জন নিজের করে নিয়েছেন, নিচ্ছেন অনায়াস দক্ষতায়। মেসি যে আজ আবারও বিশ্বের সেরা খেলোয়াড়ের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন, আট বারের মতো ব্যালন ডি’অর জিতলেন – এই খবরে তাই আর অবিশ্বাসের হাসি হাসা যায় না। উল্টো মনে হয়, এটাই তো স্বাভাবিক!
তর্কের খাতিরে ফিফা বেস্ট পুরস্কারকে অনেকেই যৌক্তিকভাবে নিয়ে আসতে পারেন, তবে ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় ব্যালন ডি’অর কেই। প্যারিসের থিয়েতের দু শাতেলেতে বাংলাদেশ সময় আজ রাত ২টায় ঘোষণা করা হয়েছে ২০২৩ ব্যালন ডি’অর জয়ীর নাম। রেকর্ড অষ্টমবারের মতো পুরস্কারটা নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।
দ্বিতীয় হয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড, তৃতীয় মেসির সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি জিতেছেন রেয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন তাঁরই রেয়াল সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র।
ছেলেদের বর্ষসেরা ক্লাব হয়েছে ম্যানচেস্টার সিটি, মেয়েদের বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতে নিয়েছে বার্সেলোনা। সেরা গোলকিপারের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’ জিতেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। সেরা স্ট্রাইকারের ‘জার্ড মুলার ট্রফি’ জিতেছেন ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো স্ট্রাইকার আর্লিং হলান্ড।