
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় আচরণ বিধিমালা প্রতিপালনার্থে মোবাইল কোর্ট পরিচালনাকারে তিন জনকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম বাজার ও মাছপাড়া থেকে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়ে। উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. মাসুদুর রহমান রুবেল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় সড়ক পরিবহণ আইন ২০১৮-/ ৬৬ ধারায়. খন্দকার কামরুল হাসানকে এক হাজার টাকা, মো. আমিরুল মোল্লিককে দুই হাজার টাকা ও মো. মনিরুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ” সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ প্রতিপালনার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। । এ সময় তাদের কাছে থাকা মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহণ আইন-২০০৮/ ৬৬ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।