
বিশ্ব পর্যটন দিবস-২০২৩ এর উদযাপনকে সামনে রেখে ‘পর্যটন বিচিত্রার’ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে তিনদিন ব্যাপী ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৩ এবং ১ম বাংলাদেশ ট্যুরিজম ডেভলপমেন্ট সামিট-২০২৩।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সহযোগিতায় বর্ণিত মেলা এবং সামিট ঢাকার আগারগাঁওস্থ বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বি.আই.সি.সি) উদ্বোধন করা হবে। তিন দিনের এ মেলা ২১-২৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি (বিডা), স্কিলস পার্টনার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এন.এস.ডি.এ) , ইনোভেশন পার্টনার A2i (আই.সি.টি বিভাগ), সহযোগিতা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; ব্যাংক পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি, হসপিটালিটি পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। মেলায় ৮টি দেশের ১৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।