
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় মেয়ের উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে মোছাঃ জাহানারা বেগম (৫৩) নামে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ জুন) ভোর রাতে উপজেলার হাবাসপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জাহানারা বেগম উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর উত্তরপাড়া গ্রামের তুশি মন্ডলের স্ত্রী। নিজ বাড়িতে পেয়ারা গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ওই নারী।
নিহতের ছেলে লালচাদ মন্ডল বলেন, এর আগেও আমার ৩বার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। গতকাল আমার বোনের সাথে আম খাওয়া নিয়ে ঝগড়া হয়। আমার বোনের উপর অভিমান করে বাড়ির একটি পেয়ারা গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও বলেন, রাতে কয়টার সময় গলায় ফাঁস নিয়েছে আমরা কেউ জানিনা। সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই বাড়ির পেয়ারা গাছের সাথে গলায় ফাঁস নিয়ে ঝুলে রয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পাই।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পাংশা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।