সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:৪২

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক :

 রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সকল মুসলিম তৌহিদী জনতার আয়োজনে, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলিম ভাই- বোনদের উপর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২৭ অক্টোবার) বাদ জুম’আ শেষে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সেনগ্রাম ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন। 

সমাবেশে জুম’আর নামাজ শেষে মুসলিম তৌহিদ জনতা ও বিভিন্ন ওলামায়ে কেরামগণ ইউনিয়ন পরিষদ চত্বরে এসে জমায়েত হয়। এসময় ওলামায়ে কেরামগণ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলিম ভাই- বোনদের উপর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিভিন্ন মসজিদ এর খতিব ও ইমামগণ। সমাবেশে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান হাবিব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp