রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৮

কল্পনা আক্তারের ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ – মো. শাহরিয়ার আলম

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

একইসাথে বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও তাদের মানোন্নয়ন নিয়ে দেশটির নতুন উদ্যোগে বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ দেখছেন না প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‍‍‘রানা প্লাজা ধসের পরে পশ্চিমা দেশের কিছু বায়ার যখন সেই কারখানাগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দিতে অস্বীকার করল, তখন কল্পনা আক্তার এবং আরও দুএকজন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে, এটার প্রতিবাদ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেই গ্রেপ্তার হয়েছিলেন। কল্পনা আক্তার যেটা বলেছেন যে, “সি ফেলট থ্রেটেন্ড ফর আস অর ফর সামওয়ান এলস” এই ক্লারিফিকেশনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চাইব।‍‍’

গণমাধ্যমকে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‍‍‘আপনারা যদি তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে, উনি এই কথাটা আদৌ বলেছেন কি না বলে থাকলে কীসের ভিত্তিতে বলেছেন? এটা খোঁজার দায়িত্ব আমার মনে হয় সাংবাদিক ভাই-বোনদের।’

‍‍‘তিনি যে থ্রেটেন্ড ফিল করেছেন, এটা অতীতে তিনি কখনোই বাংলাদেশের কাউকেই জানাননি,‍‍’ বলেন শাহরিয়ার।

প্রসঙ্গত, কল্পনা আক্তার বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি। পাশাপাশি বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp