সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৩৭

কালুখালীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ভ্যান চালক সহ নিহত-২

 


পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।


রাজবাড়ীর কালুখালীর একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় (টুঙ্গিপাড়া এক্সপ্রেস) ট্রেনের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুই জনের মধ্যে এক জন খয়বর আলী খান (৮০)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চর কামিয়া গ্রামের বাসিন্দা। অপর জনের নাম পরিচয় জানা যায়নি। নিহত খয়বর আলী খান ভ্যানের যাত্রী ছিলেন। 

নিহত খয়বর আলী খানের ভাতিজা কুদ্দুস খান বলেন, সকালে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার চাচা বাড়ি থেকে বের হন। কিন্তু সূর্যদিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। রেলক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান থাকলে এ দুর্ঘটনা ঘটতো না।


প্রত্যক্ষদর্শীরা জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। আর ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে মদাপুর বাজারের দিকে যাচ্ছিল। সূর্যদিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ওই ট্রেনটি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক ও যাত্রী মারা যান।


স্থানীদের দাবি, অরক্ষিত এই রেলক্রসিংয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা বার বার বলার পরও এখানে ব্যারিয়ার ও গেটম্যান দেয়া হয়নি। কর্তৃপক্ষের কাছে এই রেলক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান দেওয়ার দাবি তাদের।


রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


Facebook
Twitter
LinkedIn
WhatsApp