
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে আহাদ নামের(৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ মিয়া গৌরাঙ্গপুর গ্রামের মো. সোহান মিয়ার একমাত্র ছেলে।
জানা যায়, নিহত আহাদ মিয়া বিকালের দিকে খেলার ছলে বাড়ির বাহিরে যায়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরে না আসলে খোঁজাখুজি শুরু করে তার পরিবার সহ এলাকার লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে আহাদের পায়ের সেন্ডল ভাসতে দেখে পায এলাকার লোকজ। পরে পানিতে নেমে আহাদকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য রাতে চিকিৎস আহাদকে মৃত বলে ঘোষণা করে।
এ ঘটনায় নিহত শিশু আহাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।