সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:৫৮

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পাংশায় ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার ( ৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পাংশা সরকারি কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে পাংশা উপজেলা, পৌর, পাংশা সরকারি কলেজ ও মাছপাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বলে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এসময় পাংশা সরকারি কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহম্মেদ রুবেল, সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা, পাংশা পৌর ছাত্রদল সভাপতি মো: রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপন ইসলাম, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: শামিমুর রহমান শোভন, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজ, মাছপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো: আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মুসলিমদের উপর এমন বর্বর নৃশংস আক্রমণ চালিয়ে তারা অমানবিক আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। পরে সারাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের শ্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল পাংশা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেম্পুস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp