সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫

চুরি হওয়া সেই শিশু সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায়

নিজস্ব প্রতিবেদক।

রাজবাড়ীর পাংশায় চুরি হওয়া ২ মাস বয়সী এক কণ্যা শিশুসহ এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শিশুটিকে উপজেলা সমাজসেবা দপ্তরের অধিনস্থ শিশু কণ্যাল বোর্ডে হস্তান্তর করে পুলিশ। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় ওই শিশুকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের ড্রাইভারের কাছে হস্তান্তর করে উপজেলা শিশু কণ্যাল বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা।

শিশুসহ আটক ওই নারীর নাম হালিমা আক্তার (২০)। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম-নীতি অনুসরণ করে বিভিন্ন শর্তসাপেক্ষে শিশুটিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের ড্রাইভারের জিম্মায় রাখা হয়েছে । শিশুটির প্রকৃত অভিভাবকের খোঁজ পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, জেলা সিভিল সার্জনের ড্রাইভারের নাম মোঃ হাফেজ আলী। তিনি রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের জয়নাল আবেদিন সরদারের ছেলে।

উল্লেখ্য: সোমবার (৭এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে একটি শিশুটিকে ঘোরাঘুরি করছেন একজন নারী ।  এ সমায় সন্দেহ হলে শিশুসহ ওই নারীকে পুলিশে দেয় স্থানীয়রা ।

পুলিশ জানায়, ঢাকা কমলাপুর রেল ষ্টেশন এলাকার একটি বস্তি থেকে তার স্বামী শিশুটি নিয়ে তার কাছে দিয়েছেন। শিশুটিকে নিয়ে ওই নারী তার নিজ এলাকা পাংশায় চলে আসে। ধারণা করা হচ্ছে সে শিশুটিকে চুরি করে আনা হয়েছে। আটক ওই নারী পুলিশ হেফাজতে রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp