
নিজস্ব প্রতিবেদক।
“নির্মাণ শিল্পে স্থায়িত্বের প্রতীক“ শ্লোগানে বাংলাদেশের স্বনামধন্য এবিসি কনষ্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী লিমিটেড দেশের বাজারে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি তাদের সুনামকে ক্ষুন্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি মহল। এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন কোম্পানীর জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল। সম্প্রতি তিনি কোম্পানীর প্যাডে এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি ও বিবৃতি দিয়েছেন আমাদের কাছে।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে যা উল্লেখ করেছেন, এতদ্বারা সম্মানিত গ্রাহক শুভানুধ্যায়ী ও বিল্ডিং নির্মাণ শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, এবিসি কনষ্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী লিমিটেড অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। সাম্প্রতিক আমরা লক্ষ্য করতেছি যে, আমাদের কোম্পানীর নামে নকল পণ্য বাজারজাতকরণ করা হচ্ছে। আপনারা এবিসি কেমিক্যাল এর আসল লোগো সম্বলিত পণ্য যাচাই করে ক্রয় করিবেন। এখানে উল্লেখ্য যে, কতিপয় কুচক্রীমহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোম্পানীর সুনাম নষ্ট করার অভিপ্রায় নিয়ে ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোম্পানীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আমাদের সকল গ্রাহক ও শুভাকাঙ্খিগণের প্রতি অনুরোধ থাকবে এই সমস্ত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আপনারা সচেতন থাকবেন এবং এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী লিমিটেড এর আসল লোগো সম্বলিত পণ্য ব্যবহার করিবেন। এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেড সকল অপপ্রচারকারী কুচক্রী মহলের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবেন।
এছাড়াও তিনি আরো জানিয়েছেন, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার উত্তর নগর বাথান গ্রামের প্রবাসী মোঃ সুজন মাহমুদ তার বিল্ডিং নির্মাণে প্লাস্টার কাজে আমাদের একটি কেমিক্যাল ব্যবহার করেন। কিন্তু তার বিল্ডিংয়ের বালু, পানি বা সিমেন্টের যেকোন ত্রুটির কারণে প্লাস্টার খসে পড়ার ঘটনা ঘটেছে। তারপর থেকেই তিনি কারো কু-পরামর্শে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের কোম্পানীর সুনাম ক্ষুন্ন করতে তথ্য গোপন করে অপপ্রচার চালাচ্ছেন। যা মোটেও গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কোম্পানি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
রাজবাড়ী জেলায় আমাদের কোম্পানীর প্রচার-প্রসার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কোম্পানীর প্রচার-প্রসারে ক্ষুব্ধ হয়ে একটি মহল মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। তাই আমরা আমাদের কাস্টমারদের আশ্বস্ত করছি যে, আমাদের কোম্পানী বিএসটিআই আইএসও সনদ প্রাপ্ত এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রাপ্ত প্রতিষ্ঠান। আমরা উৎপাদনের সকল স্তরে উচ্চতর ও আন্তর্জাতিক মান নিশ্চিত করে থাকি। আমরা দেশের বিভিন্ন মেগা প্রকল্পে আমাদের কেমিক্যাল সরবরাহ করেছি। তাই কেউ কোন প্রকার বিভ্রান্ত হবেন না।