
তৃণমূল বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে যোগদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম। বিশেষ অতিথি থাকবেন- তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিম হুদা এবং তৃণমূল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব:) ডাক্তার শেখ হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব মো: আক্কাস আলী খান। সভাপতিত্ব করবেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন কে এম জাহাঙ্গীর মাজমাদার।
সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগদান করবেন।