বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৫৪

দল কোলকাতায় আর অধিনায়ক মিরপুরে

ক্রীড়া প্রতিবেদক

 আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাচদের বিরুদ্ধে মাঠে নামতে কোলকাতায় অবস্থান করছে টাইগার ক্রিকেটাররা। তবে এরই মধ্যে হটাৎ দেশে ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান। দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেই জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে ব্যাটিং অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জানা গেছে, অনুশীলন শেষে আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তাঁর সেরা। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি সাকিব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp