সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:৪৯

দুই ম্যাচে পাঁচ গোল বার্সার

 ‘রিয়াল বেতিস আর অ্যান্টওয়ার্প – দুটি ম্যাচ কোচ হিসেবে আমার সেরা ম্যাচ,’ বার্সেলোনার কোচ শাভিই সরাসরি স্বীকার করেছেন।

দুই ম্যাচেই মিল আছে অনেক। দুই ম্যাচেই বার্সেলোনা পাঁচ গোলে ভাসিয়েছে প্রতিপক্ষকে। দুই ম্যাচেই গোল পেয়েছেন দলের দুই ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি আর জোয়াও ফেলিক্স। সবচেয়ে বড় কথা, দুই ম্যাচেই সমর্থকদের মন ভরানো ফুটবল খেলেছে বার্সেলোনা।

গত রাতে বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কাতালান ক্লাবটা। ৫-০ গোলে পাওয়া জয়ে দুই গোল পেয়েছেন নতুন আসা পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, একটি করে গোল করেছেন লেভানডফস্কি আর স্প্যানিশ মিডফিল্ডার গাভি, বাকি গোলটা আত্মঘাতী। গত দুবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার ক্ষত এখনও দগদগে, সে কারণেই কি না, প্রথম থেকেই আক্রমণাত্মক খেলেছেন লেভানডফস্কিরা। আতলেতিকো মাদ্রিদ-চেলসিতে নিজেকে মেলে ধরতে না পারা ফেলিক্স বার্সায় এসেই নিজের জাত চেনাচ্ছেন। এ ম্যাচে এক গোল তো করেছেনই, একটি করিয়েছেনও। ১১ মিনিটে গুন্দোয়ান-লেভানডফস্কির দুর্দান্ত রসায়নে বল পেয়ে যান ফেলিক্স, সেখান থেকে ডান পায়ের মাপা শটে গোল করতে সমস্যা হয়নি তাঁর। ১৯ মিনিটে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো বলে দূরের পোস্টে থাকা লেভানডফস্কির উদ্দেশ্যে মাপা ক্রস করেন ফেলিক্স, ডান পায়ে ভলি করে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার। এই গোলের মাধ্যমে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হয়েছেন ৩৫ বছর ২৯ দিন বয়সী লেভা।

২২ মিনিটে নিজেদের যন্ত্রণা নিজেরাই বাড়ায় অ্যান্টওয়ার্প। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার ক্রস ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল ঢুকিয়ে দেন বেলজিয়ান রাইটব্যাক ইয়েলে বাতাইল। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৩ মিনিটে গাভির গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। ৬৬ মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান ৫-০ করে দেন ফেলিক্স। তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল গোল করার সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

গ্রুপের আরেক ম্যাচে শাখতারকে ৩-১ গোলে হারিয়েছে পোর্তো। পোর্তোর হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ওয়ান্দারসন গালিয়ানো, বাকি গোলটা এই মৌসুমে এসি মিলানে যেতে গিয়েও যেতে না পারা ইরালিয়ান স্ট্রাইকার মেহদি তারেমির। শাখতারের হয়ে একটা গোল শোধ করেছেন ভেনেজুয়েলার ফরোয়ার্ড কেভিন কেলসি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp