সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:০৯

দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ

 


একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় চতুর্থ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। ১২ ও ১৩ নভেম্বর এই কর্মসূচি পালিত হবে।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদ ১২ ও ১৩ নভেম্বর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp