
অনিক সিকদারঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজিজ ইকবালের সঞ্চালনায় বেরুলী ফুটবল মাঠে বক্তব্য রাখেন রাজবাড়ী ২ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফকরুজ্জামান মুকুট, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ সভাপতি আব্দুস সাত্তার খান, যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর প্রমূখ।