
নিজস্ব প্রতিবেদক।
রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্র আব্দুল্লাহ ওরফে তামিম (১৪) নিখোঁজ হওয়ার ১৫ দিন পার হলেও মেলেনি এখনো তার কোন সন্ধান মেলেনি। নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান চেয়ে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে করেছে তামিমের পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (০৩ জুন) দুপুর ১২ টায় শহরের মালেক প্লাজার সামনে এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।
তামিম উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নজরুল ইসলামের একমাত্র ছেলে ও সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সপ্তম শ্রেণির ছাত্র।
এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিখোঁজ আব্দুল্লাহ তামিমের দ্রুত সন্ধান চান তামিরের পরিবার ও স্থানীয়রা।
এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে নিখোঁজ তামিমের পরিবার ও এলাকাবাসীসহ উপস্থিত ছিলেন, পাংশা শিল্প বণিক সমিতির সাধারাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেষার মানুষ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ২০মে সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তামিম। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গত ২১ মে পাংশা মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন ভুক্তভোগী পরিবার। নিখোঁজের ১৫ দিন পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।