
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ী ও পাবনা জেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর চরে অজ্ঞাত এক ব্যক্তির লাশের সন্ধান পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১ টার দিকে এ লাশের সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন, রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।
দেবব্রত সরকার জানান, আজ দুপুর ১ টার দিকে পদ্মা নদীর চরে একটি লাশ পড়ে আছে বলে সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি। এসে দেখি একজন পুরুষের মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের হাত-পা রশি দিয়ে বাধা রয়েছে। কপল থেকে মাথার উপর পর্যন্ত নেই। যার কারণে চেনা যাচ্ছে না। মরদেহর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
মৃতদেহ পড়ে থাকা জায়গাটি রাজশাহী বিভাবের পাবনা জেলার মধ্যে পড়েছে। আমরা পাবনা জেলা পুলিশকে খবর দিয়েছি। তারা এসে পরবর্তী ব্যবস্থা ও সিদ্ধান্ত নেবেন।
