বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৩৩

পাংশায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমজসেবা কার্যালয়ের আয়োজনে দিবস উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যা লি বের হয়। র‍্যালি শেষে এনজিও ডেভেলপমেন্ট ফর পুওর পিপলস (ডিপিপি) পক্ষ থেকে একজন  প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, এনজিও ডিপিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান মোহাম্মদ সাইফুল ইসলাম নকীব, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা  যুব উন্নয় অফিসার শ্যামল কুমার বিশ্বাস সহ সুবিধা উপস্থিত ছিলেন।

ডিপিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান মোহাম্মদ সাইফুল ইসলাম নকীব বলেন, শুধু প্রতিবন্ধীদের সহযোগীতাই নয় আমরা ডিপিপি’র মাধ্যমে বাল্য-বিবাহ, করোনাকালীণ সময়ে দরিদ্র পরিবারের খাদ্য ও আর্থিক সহায়তা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp