
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।।
রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় ।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও মোছা. রোকেয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. আসলাম হোসেন, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রয়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, ভেটেনারি সার্জন ডা. মোত্তালেব আলী, সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ রাশেদা খাতুন সহ উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গগণ ও পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।