বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৩৩

পাংশায় কৃষকদের উপকরণ বিতরণ ও ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ও জাতীয় ঈদের নিধন ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার বেলা ১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও মোছা: রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ প্রমূখ।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মশুর ও খেসারির বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ডিএপি, এমওপি সার ও বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০০ কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হবে। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp