
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় গাজা সহ মো. শাহিন খাঁন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার দত্ত মাঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মো. শাহিন খাঁন দত্ত মাঝাইল গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মুজমদার জানান, গতকাল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করে থানার উপপরিদর্শক (এএসআই) মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স। এ সময় আসামীর হেফাজত থাকা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।