বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৩৪

পাংশায় দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

জাতীয় দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

“অসমতার বিরুদ্ধে লড়াই করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টায় পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে এ মহড়া হয়। 

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. রয়েল আহমেদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নি নির্বাপনের বিভিন্ন  মহড়া প্রদর্শন করেন। বিভিন্ন মোহরার মধ্যে অগ্নি নির্বাপন, অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবহার, গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন, তেলের আগুন নির্বাপন, কেমিক্যালের আগুন নির্বাপন, ঘরের আগুন নির্বাপন ও ভূমিকম্পে করণীয় কি এবং আহতদের সেবাদান সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়।  

এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও মোছা. রোকেয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. আসলাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি সার্জন ডা. মোত্তালেব আলী,  সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ রাশেদা খাতুন সহ উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গগণ ও পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp