
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে ২১ হাজার ৪৪ জন দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্রদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ বিতরণ সম্পন্ন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) উপজেলার বাবুপাড়া, মাছপাড়া, যশাই ও হাবাসপুর ইউনিয়নের চাউল বিতরণের মধ্য দিয়ে এ চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এবার ভিজিএফের চাউল বিতরণ একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল। উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বমোট ২১ হাজার ৪৪ জন উপকারভোগীর মাঝে এ চাউল বিতরণ করা হয়েছে। দুয়েক জায়গায় বিচ্ছিন্ন যে অভিযোগ ছিল। সেগুলো পর্যালোচনা করে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সুন্দরভাবে চাউল বিতরণ সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, ২১ হাজার ৪৪ জন উপকারভোগীদের রয়েছে পাংশা পৌরসভায় ৪৬২১জন, বাহাদুরপুর ইউনিয়নে ১৫৬৭জন, হাবাসপুর ইউনিয়নে ২৬০৭জন, যশাই ইউনিয়নে ১৪৯৩জন, বাবুপাড়া ইউনিয়নে ১১১৩জন, মাছপাড়া ইউনিয়নে ১৭১৩জন, মৌরাট ইউনিয়নে ১৬৮৩জন, পাট্টা ইউনিয়নে ১৪০৩জন, সরিষা ইউনিয়নে ১৪৮৮জন, কলিমহর ইউনিয়নে ১৪০৩জন ও কসবামাজাইলে ইউনিয়নে ১৯৫৩জন।