
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম, জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মুজুমদার প্রমূখ।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা সকল ভোট কেন্দ্রের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ অংশ গ্রহণ করেন।