সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:২৪

পাংশায় বিনা মূল্যে ধান বীজ বিতরণের শুভ উদ্বোধন

 পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় দুই হাজার কৃষকদের মাঝে বোরো হাইব্রীড (ধান) বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস উপজেলার হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আল মামুন খান প্রমূখ।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার কৃষকদের মাঝে বিনা মূল্যে ২ কেজি করে বোরো হাইব্রীড (ধান) বীজ বিতরণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp