
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
বিশ্ব হাত ধোয়া দিবস—২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে হাত ধোয়া প্রদর্শণ করেন, পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।