
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় গুরুত্বপূর্ণ তিনটি দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনটি দিবসের মধ্যে রয়েছে। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধ দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুসুদুর রহমান রুবেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী খান প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মো. শামীম হোসেন, সম্পাদক: এস.কে পাল সমীর, বার্তা সম্পাদক: সাজ্জাদ হোসেন রবিন, ফোন: +৮৮০ ২৪৭৮৮০৯১৯২, মোবাইল: ০১৯১২-৮৩৩২৭৯
ঠিকানা: ফরিদা ভিলা (নিচতলা), উপজেলা রোড, শিল্পকলা মোড়, পাংশা, রাজবাড়ী।
Copyright © 2025 স্থানীয় সংবাদ. All rights reserved.