সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:১৪

পাংশায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

 

পাংশা (রাজবাড়ি) প্রতিনিধি।


রাজবাড়ীর পাংশায় ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের (রাজাই) ছেলে রিমন (২২) ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব (২০)।

জানা যায়, নিহত রিমন গত কয়েক দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। রিমন ও গালিব নিজ এলাকা থেকে মোটরসাইকেযোগে মাছপাড়া মাছপাড়া বাজারের দিকে যাচ্ছিলো। এমন সময় মহাসড়কের হেনা মোড় (নয়ন মোড়) এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ী অভিমূখী একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে গালিবের মৃত্যু হয়।

এ ব্যাপারে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন,৷ এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে। বিষয়টা নিয়ে আমরা কাজ করছি, তাই এখনই কিছু বলতে পারছি না। কাজ শেষে বলতে পারবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp