
মো. শামীম হোসেন, পাংশা (রাজবাড়ী) ।
ব্যানার ফেস্টুন আর ঢাক ঢোলের বাজনার তালে তালে মেতেছে রাজবাড়ী পাংশা পৌর শহর। মাথায় রঙিণ ক্যাপ আর একই রঙের গেঞ্জিতে সেজেছে মানুষ। দেখলে মনে হবে সনাতন ধর্মাবলম্বীদের কোন মহোৎসব। ঢাক ঢোলের তালে তালে, নৌকা আর জিল্লু ভাই স্লোগানে মেতেছে সবাই। পাংশা পৌরসভা আওয়ামী লীগের কর্মী সমাবেশকে ঘিরে এই উৎসবে মাতেন পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে পাংশা পৌর আওয়ামী লীগ। বিকাল ৩ টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিভিন্ন সাজে ঢাক ঢোল পিটিয়ে উৎসবমুখর পরিবেশে সমাবেশে যোগদান করেন নেতাকর্মীরা।
পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডলের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত (মহিলা) আনের সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডল, সিনিয়র সহসভাপতি সামসুল আলম মৃধা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গবিন্দ কুমার কুন্ডু সহ আরোও অনেকে।
পাংশা পৌরসভার সকল ওয়ার্ড থেকে আশা নেতা-কর্মীদের অংশগ্রহণে কর্মী সমাবেশ জনসভায় রুপান্তরিত হয়।
একর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেশের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাট, ব্রীজ, কালভাট, শতভাগ বিদ্যুৎ সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নকে তুলে ধরে ৩০ মিনিট বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।