
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় জাটকা আহরণে বিরত থাকা কার্ডধারী জেলেদের মাঝে চাউল বিতরণের শুভ উদ্বোধবন করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার (১৭ মার্চ) সকাল ৯টায় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্তরে এ চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা। ইউনিয়নের ১২৪ জন কার্ডধারী জেলেরা এ চাউল পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মো: সজিব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ মোদাচ্ছের, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার সরকার প্রমূখ।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক জাটকা আহরণে বিরত থাকা জেলেদের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় পরিবার প্রতি ফেব্রুয়ারি-মার্চ চক্রে ৪০ কেজি হারে ইউনিয়নের ১২৪ জন কার্ডধারী জেলে মোট ৮০ কেজি ভিজিএফ চাউল পাবেন।