মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৫৯

পাংশার সরিষায় ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় দুঃস্থ, অসহায় ও অতি দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির আওতায় ১৪০০ জন দুঃস্থ, অসহায় ও অতি দরিদ্র ব্যক্তি/পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজমল আল বাহার, ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সরিষা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: ফরহাদ আহমেদ ও ইউপি সদস্যবৃন্দ।
এসময় সরিষা ইউপি চেয়ারম্যান মো: আজমল আল বাহার বলেন, সকল রাজনৈতিক দলের সমন্বয়ে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে ভিজিএফ চাউল পাওয়ার যোগ্য ব্যক্তিদের নির্ধারণ করে ভিজিএফের চাউল বিতরণ করা হচ্ছে। বেলা ১ টার মধ্যে আমরা চাউল বিতরণ সম্পন্ন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp