
![]() |
বারান্দায় চলছে চিকিৎসা |
পাংশা (রাজবাড়ী) প্রতনিধি
৫০ শয্যা বিশিষ্ট রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে ১২৩ রোগী। কেবিন, ওয়ার্ড ও হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা সেবা। চিকিৎসক সংকটে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। তবে চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেছে রোগীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, খালি নেই হাসপাতালের কোন ওয়ার্ড ও কেবিন। অতিরিক্ত ভর্তি হওয়া রোগীরা রয়েছে হাসপাতালের বারান্দায়। সেখানেই চিকিৎসা সেবা মিলছে তাদের। তবে হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে রোগীদের কোন অভিযোগ নেই।
জানা যায়, ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা রয়েছে ১২৩ জন। এর মধ্যে ২৭ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত। অন্যান্য ভর্তি রোগীদের মধ্যে বেশির ভাগ রোগী জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে ভর্তি হয়েছে। হাসপাতালে ৯ জন মেডিকেল অফিসারের পরিবর্তে রয়েছে চার জন। দশ জন কনসালটেন্ট (বিশষজ্ঞ) ডাক্তারের পরিবর্তে রয়েছে দুই জন। মোট ১৯টি পদের মধ্যে ১৩টি পদই শূণ্য রয়েছে।
হাসপাতালের বারান্দায় চিকিৎসা সেবা নেওয়া একাধিক রোগীর সাথে কথা হলে তারা জানান, হাসপাতালের কেবিন ও ওয়ার্ড খালি না থাকায় তাদের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। বারান্দায় চিকিৎসা নিলেও ডাক্তার-নার্স তাদের ঠিকমত খেয়াল রাখছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমির আহমেদ তিথী জানান, ঋতু পরিবর্তনে বর্তমানে ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে অনেকে ভর্তি হয়েছে। এছাড়াও বর্তমানে ডেঙ্গু রোগের প্রকোপ চলছে। অনেক ন ডেঙ্গু রোগীও ভর্তি হয়েছে। হাসপাতালের ১৯টি পদের মধ্যে ১৩টি পদই শূণ্য রয়েছে। চিকিৎসক সংকটের জন্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবুও যথাযথ সেবা প্রদান করছেন।