শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩০

পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও বিভিন্ন মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

নিজস্ব প্রতিবেদক।

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালী, ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, উপজেলা সমবায় অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার বাকী বিল্লাহ, পাংশা সরকারি কলেজের প্রভাষক শামীমা মীনুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন। এসময় টিম লিডার মশিউলের নেতৃত্বে গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণ, ভূমিকম্পে ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের পর হাসপাতালে প্রেরণ এবং পানি দিয়ে আগুন নির্বাপনসহ বিভিন্ন মহড়া প্রদর্শনী করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp