
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, পেয়াজ, মসুর, খেসারী, সূর্যমুখী, চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। উপজেলার ৪১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে।
