
নিজস্ব প্রতিবেদক।
রাজবাড়ীর পাংশায় ছেলে ও পুত্রবধু জমিসহ টাকা দাবি ও বিভিন্ন সময় নির্যাতন করায় সুফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মায়ের চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী এলাকায় এ ঘটানা ঘটে। এ ঘটানায় গুরুত্বর আহত হয়েছেন বৃদ্ধা সুফিয়া বেগম। তিনি ইউনিয়নের কানুখালী গ্রামের করম আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ছেলে ও পুত্রবধু মিলে তার বাবা-মায়ের কাছে ৫০ শতাংশ জমি ও দেড় লাক্ষ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় বহিরাগত কিছু লোক দিয়ে বাবা-মাকে ভয় দেখায় তার ছেলে। এঘটনাকে কেন্দ্র করে সকালে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় সুফিয়া বেগম।
আহত সুফিয়া বেগমের মেয়ে জামানা আক্তার জানান, তারা ছয় ভাই বোনের মধ্যে রুবেল তার একমাত্র ভাই। বাবা-মা বাড়িতে একা থাকায় রুবেল ও তার স্ত্রী নুরজাহান (আমার ভাবি) জায়গা জমির জন্য বিভিন্ন সময় মা-বাবার ওপর নির্যাতন করতেন। আমরা বিষয়টা থানায় জানাতে চাইলে আমাদের মারার হুমকি দিত। সকালে আমার মা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আহত হয়েছে। এ বিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে দায়ীত্বে থাকা চিকিৎসক বলেন, তার মাথায় ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন। মাথায় সেলাই দাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।