
নিজস্ব প্রতিবেদক।
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ীর পাংশায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) পাংশা সাব রেজিস্ট্রার অফিস চত্তরে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ৩৬০ জন দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ২ কেজি চাউল, আধা কেজি ডাউল, ১টি লাক্স সাবান ও ২৫ গ্রাম কিচমিচ। এ ঈদ সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা উপকার ভোগী পরিবার।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. কুদ্দুস আলী মন্ডল, সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা সহ সংগঠনের অন্যান্য নেতিৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি মো. কুদ্দুস আলী মন্ডল বলেন, এক বছর হলো জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। এই ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ গরীব, অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের পাশে থাকবে এবং সমাজের কল্যাণে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচলনা করবে।