শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:২৬

পাংশায় নাসিরুল হক সাবু’র পরিপুর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাংশায় নাসিরুল হক সাবুর পরিপুর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু’র পরিপুর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে পাংশা উপজেলা বিএনপির আয়োজনে থানা মোড় এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা মিজানুর রহমান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ হারুন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, শরিফুল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম আকুল, রেজাউলি করিম রিংকু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp