বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৩৬

পাংশায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

পাংশায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিবেদক।

রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ওয়াহিদুজ্জামান ওহিদ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২ জুন) রাত ১০ টার দিকে সময় পাংশা পৌর শহরের সত্যজিৎপুর মধ্যপাড়া থেকে অভিযান চালায় পাংশা মডেল থানা পুলিশ। অভিযানকালে ওহিদকে আটক করে পুলিশ।  এসময় তার কাছ থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ওহিদ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাতটা গ্রামের মৃত আবুল কাশেম শেখের ছেলে।

পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের দিকনির্দেশনায় এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম সোহাগ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আটক ওয়াহিদুজ্জামান  ওহিদের বিরুদ্ধে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে কালুখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp