সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১২:৩১

পাংশায় বর্ণিল আয়োজনে নববর্ষ ১৪৩২ উদযাপন

পাংশা বর্ণিল আয়োজনে নববর্ষ ২৪৩২ উদযাপন

নিজস্ব প্রতিবেদক।

রাজবাড়ীর পাংশায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল)  উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন র মধ্য দিয়ে দিনব্যাপী নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়।

বিভিন্ন কর্মসূচির মধ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্র, দিনব্যাপী বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় পাংশা সরকারি জর্জ উচ্চ দিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদা‘র সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেনসহ ‍উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত থেকে অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp