মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৫৮

পাংশায় বসতবাড়ি নির্মাণে হাই ভোল্টেজ টাওয়ার পেচিয়ে ঢালাই

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় বসতবাড়ি নির্মাণ করতে গিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ার পেচিয়ে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে আকবর বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের পাংশা পৌর শহরের আব্দুল আজিজ সরদার বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত আকবর বিশ্বাস পাংশা পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।
জানা গেছে, কিছুদিন পূর্বে হাই ভোল্টেজ লাইন সংযুক্ত টাওয়ারের নিচ থেকে ঘর নির্মাণ শুরু করেন আকবর বিশ্বাস। এমন স্থানে নির্মাণ কাজ করা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে অভিযুক্ত আকবর বিশ্বাস বলেন, আমার পৈত্রিক সম্পত্তির ৮ শতাংশ জমিতে বাড়ি নির্মাণ কাজ করছি। বাড়ির পথ নির্মাণের জন্য পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ (পিজিসিবি) এর ইঞ্জিনিয়ার রিপনের অনুমতি নিয়ে টাওয়ারের একপাশ যুক্ত করে ঢালাই দিয়েছি। ইঞ্জিনিয়ার রিপন ও তার সহকর্মীরা এসে জায়গাটা দেখেও গেছেন। তাদের অনুমতি নিয়েই আমি কাজ করছি।
তবে পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ (পিজিসিবি) রাজবাড়ীর উপ-সহকারী প্রকৌশলী রিপন। তিনি বলেন, টাওয়ার পাশে বাড়ি করছে সেটা আমি দেখেছি। লিখিত কোন অনুমতি দেওয়া হয়নি। বিদ্যুত আইনের যে ধারা আছে, যদি সে ধারায় থাকে তাহলে সে করতে পারবে। টাওয়ারের পাশ দিয়ে রাস্তা করার কথা বলা হয়েছে। তবে টাওয়ার সংযুক্ত করে কাজ করার কোন অনুমতি দেওয়া হয়নি।
পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ (পিজিসিবি) রাজবাড়ীর সহকারী প্রকৌশলী রাজন রায় বলেন, ছবিতে আমি যেভাবে দেখলাম, সেটা আইনত ঠিক হয়নি। এখানে জননিরাপত্তার প্রশ্ন আছে। আমরা সরেজমিনে গিয়ে কাজে বাঁধা দিবো। বিদ্যুত আইনে যেটা আছে ,আমাদের পক্ষ থেকে সেটা কো হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp