সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৩৮

পাংশায় বাংলা বর্ষকে স্বাগত জানিয়ে বিএনপি’র বিভিন্ন কর্মসূচি

পাংশায় বাংলা বর্ষকে স্বাগত জানিয়ে বিএনপি'র বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক।

রাজবাড়ীর পাংশায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ কে বরণ করে নিয়েছে পাংশা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন।  নববর্ষ-১৪৩২ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে দলটির নেতাকর্মীরা। বিভিন্ন কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪এপ্রিল) সকাল ১০ টায় পাংশা পৌরসভা চত্ত্বর থেকে আনুষ্ঠানিক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের নানা বিষয় তুলে ধরে নেতাকর্মীদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। শোভাযাত্রার পূর্বে নেতাকর্মীদেরকে পান্তা ভাতের সাথে আলু ভর্তা, কাঁচামরিচ ও পেঁয়াজ খাওয়ানো হয়।

এ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: হারুন-অর রশীদ (হারুন), উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো: শাহীনুল ইসলাম, রাজবাড়ী জেলা জিয়া সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক মো: আব্দুল কুদ্দুস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো: রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মো: রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপন ইসলামসহ উপজেলা-ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

দিনব্যাপী পাংশা উপজেলা বিএনপির নানা উৎসব পালনের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে, লাঠিখেলা, ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp