
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ই অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। হাত ধোয়া প্রদর্শনী করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা।
এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা, উপজেলা কৃষি অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামের তপু কুমার দেবনাথ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
