সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৬:২২

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, একজনের কারাদণ্ড

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় দুইটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করেছে করা হয়েছে। রোববার  (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। এসময় দুইটি কারখানার গুড় ও উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয় এবং মো: ফারুক হোসেন নামের একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

.

জানা যায়, দীর্ঘদিন ধরে চরঝিকড়ী গ্রামে বেশ কয়েকটি অননুমোদিত ভেজাল গুড় তৈরির কারখানা গড়ে উঠেছিল। এসকল কারখানার গুড় দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। এমন সংবাদের ভিত্তিতেই এ দিন অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে শেখ আলমাসের কারখানা ও একটি পরিত্যক্ত কারখানার ভেজাল গুড় ভর্তি হাজার খানেক ড্রাম ও মাটির কোলা বিনষ্ট করা হয়। পাংশা মডেল থানা পুলিশ ও আনসার বাহিনী অভিযানে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদা বলেন, আমরা জানতে পারি চরঝিকড়ী গ্রামে অবৈধভাবে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। দুইটি কারখানায় অভিযান পরিচালনা করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে উৎপাদিত প্রায় হাজার খানেক ড্রাম ও কোলা ভর্তি গুড়, উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়েছে। এসময় একজন অপরাধীকে আটক এবং সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলামের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে মো: ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি মানিকগঞ্জ জেলা নিবাসী শেখ আলমাসের পুত্র।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp