
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় দুইটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করেছে করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। এসময় দুইটি কারখানার গুড় ও উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয় এবং মো: ফারুক হোসেন নামের একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
.
জানা যায়, দীর্ঘদিন ধরে চরঝিকড়ী গ্রামে বেশ কয়েকটি অননুমোদিত ভেজাল গুড় তৈরির কারখানা গড়ে উঠেছিল। এসকল কারখানার গুড় দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। এমন সংবাদের ভিত্তিতেই এ দিন অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে শেখ আলমাসের কারখানা ও একটি পরিত্যক্ত কারখানার ভেজাল গুড় ভর্তি হাজার খানেক ড্রাম ও মাটির কোলা বিনষ্ট করা হয়। পাংশা মডেল থানা পুলিশ ও আনসার বাহিনী অভিযানে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদা বলেন, আমরা জানতে পারি চরঝিকড়ী গ্রামে অবৈধভাবে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। দুইটি কারখানায় অভিযান পরিচালনা করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে উৎপাদিত প্রায় হাজার খানেক ড্রাম ও কোলা ভর্তি গুড়, উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়েছে। এসময় একজন অপরাধীকে আটক এবং সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলামের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে মো: ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি মানিকগঞ্জ জেলা নিবাসী শেখ আলমাসের পুত্র।