রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:০৪

পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশা ক্রিকেট একাডেমীর আয়োজনে মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) পাংশা সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

মরহুম আব্দুল আজিজ সরদারের ভাই মো. শওকত আলী সরদারের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সাইফুজ্জামান তুহিন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এনামুল হক (সুজন)প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিম সরদার, পাংশা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. দোলোয়ার সরদার  প্রমূখ।

এ ফাইনাল খেলায় ঢাকা র‌্যাঙ্ক বি ক্রিকেট টুর্ণামেন্ট ও কুষ্টিয়া তাথৈ তাহিয়া ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করেন। প্রথমার্ধের খেলায় ঢাকা র‌্যাঙ্ক বি ক্রিকেট একাদশ ৬ ইউকেট বিনিময়ে ২০৩ রান করতে সক্ষম হয়। খেলার দ্বিতীয়ার্ধে তাথৈ তাইয়া ক্রিকেট একাডেমি ১০ ইউকেটের বিনিময়ে ১১৯ রান করে ৮৪ রানে পরাজিত হয়। খেলা শেষে বিজয়ী-পরাজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp