সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:১০

পাংশায় সেই গৃহবধূর আত্মহত্যায় মামলা, আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

পাংশায় সেই গৃহবধূর আত্মহত্যায় মামলা আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় আলোচিত সেই গৃহবধূ দীপা রানী পাল (২২) আত্মহত্যা প্ররোচনা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪জুন) দুপুর ২ টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা পালপাড়া এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে দীপা রানীর পরিবার।

সংবাদ সম্মেলনে দীপা রানী পালের স্বামী মিঠুন পাল বলেন, গত ১১ জুন (বুধবার) রাত সাড়ে ৯টার দিকেআমার স্ত্রী দীপা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সারারাত খোঁজাখুঁজি করে তাকে পাই না। পরের দিন বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মৈশালা মৈত্রডাঙ্গী গ্রামের সালাম, শাহাদত ও মাসুদ আমার স্ত্রীকে বাড়ি দিয়ে যায়। পরে আমার স্ত্রীর কাছে জানতে পারি সালাম, শাহাদত ও মাসুদ তাকে কালুখালীর হাতির ঝিল এলাকায় একটি বাড়িতে আটকে রেখে তার কাছ থেকে নগদ টাকা ও কানের দুল ছিনিয়ে নেয় এবং তার সাথে ধস্তা-ধস্তি করে। এতে আমার স্ত্রীর হাতের শাঁখা ভেঙে যায়। এছাড়াও আমার স্ত্রীর সাথে অসদাচরণ করেন এবং সারারাত পার করে ভোরে বাড়িতে দিয়ে যায়। পরে আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

এ ঘটানায় আমার শ্বশুড় বাদি হয়ে (১৩ জুন) ৪জনের নাম উল্লেখসহ ২-৩জনকে অজ্ঞাত আসামি করে পাংশা মডেল থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। এ ঘটনার ১৩ দির পার হয়ে গেলেও এখনো কোন আসামীকে গ্রেপ্তার করেনি পুলিশ।

তিনি আরও বলেন, এই সাংবাদ সম্মেলনের মাধ্যমে আমার স্ত্রীর আত্মহত্যার জন্য দায়ি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই এবং আসামিদের সর্বোচ্চ বিচারের দাবি জানাই।

এ সময় দীপা রানীর শ্বাশুরি বলেন, ওই দিন রাতে আমার বউমার সাথে খুব খারাপ আচরণ করা হয়েছে। আমি বউমার আত্মহত্যার জন্য দায়িদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

সংবাদদাতা, মো. শামীম হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি। মোবাইল: ০১৭৭৮-৮৩১০১০।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp