রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩২

পাংশায় স্বামীর চুরি করা ২ মাসের শিশুসহ এক নারী আটক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় চুরি করা ২ মাস বয়সী এক কণ্যা শিশুসহ এক নারীকে আটক করেছে স্থানীয়রা। পরে শিশুসহ ওই নারীকে পাংশা থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। আটক ওই নারীর নাম হালিমা আক্তার (২০)। আটক ওই নারী উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

জানা যায়, সোমবার (৭এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে একটি শিশুসহ একজন নারী ঘোরাঘুরি করছে। শিশুটি কান্নাকাটি করলে সেলিনা ও পারভীন নামের দুইজন নারী তাকে জিজ্ঞাসা করলে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সেসময় স্থানীয়দের সন্দেহ হলে ওই নারীকে পাংশা থানায় নিয়ে আসে।

পাংশা থানা পুলিশ জানায়, ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ঢাকা কমলাপুর রেল ষ্টেশন সংলগ্ন একটি বস্তি এলাকা থেকে তার স্বামী এনামুল বাচ্চাটি নিয়ে তার কাছে দিয়েছেন। পরবর্তীতে সে বাচ্চাটি নিয়ে ট্রেনে করে তার নিজ এলাকা পাংশায় চলে আসে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, স্থানীয়রা শিশুসহ ওই নারীকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুইমাস। তাই আমরা শিশুটিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দিয়েছি। আটক নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে শিশুটিকে চুরি করে এনেছে। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির প্রকৃত বাবা-মাকে পাওয়া গেলে তাদের কাছে তুলে দেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp