
নিজস্ব পতিবেদক।
রাজবাড়ীর পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার (২৪এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা’র সভাপতিত্বে এ সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. এবাদত হোসেন, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিক, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন খান, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, পাট্টা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, পাংশার সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।